Header Ads Widget

বাজিতপুরে বিখ্যাত বইয়ের মোড়কের আদলে বাড়ির দেয়াল


ট্রিবিউন ডেস্ক :
 বইয়ের প্রতি ভালোবাসা থেকে নিজের বাড়ির বিশাল দেওয়াল দেশি-বিদেশি বিখ্যাত সব বইয়ের প্রচ্ছদের আদলে সাজিয়েছেন। ছবি দেখলে মনে হবে, এটি কোনো বাড়ির দেওয়াল নয়, কোনো একটি লাইব্রেরির বইয়ের তাক।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কালেখাঁর ভান্ডা গ্রামে গিয়ে দেখা মিলেছে এমনই একটি বাড়ির। যে বাড়িটি তৈরি করেছেন রাকিব ভূঁইয়া নামে এক তরুণ। তিনি বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী। তার বাবা শামছুল হক ভূঁইয়া একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মানুষ ছিলেন।

২০১৫ সালের জাতীয় বইমেলায় গিয়ে একটি প্রকাশনীর স্টল দেখে বাড়ি তৈরির এ পরিকল্পনা মাথায় আসে রাকিবের। এরপর গ্রাফিক্সে বাড়ির দেওয়ালের ডিজাইন করেন তিনি নিজেই এবং সেখানে কোন কোন বইয়ের নাম স্থান পাবে এটাও সিলেকশন করেন নিজে।

আরও পড়ুন : মৃত্যুর খবর এলে ঘোড়ায় চড়ে ছুটে যান ইটনার মনু মিয়া

সেই সিলেকশনে স্থান পায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, পথের পাঁচালী, মেঘনাদবধ কাব্য, নরওয়েজিয়ান উড, দ্য কাইট রানার, একাত্তরের দিনগুলি, গীতাঞ্জলি, অগ্নিবীণার মতো বিখ্যাত সব বই। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে আসছেন বাড়িটি দেখতে ও বাড়ির দেওয়ালের সঙ্গে ক্যামেরাবন্দি হতে।

স্থানীয় গুণীজনরা বলছেন, ৩৩টি পাঠকনন্দিত কালজয়ী বইয়ের মোড়ক শোভা পাচ্ছে বাড়ির বিশাল দেওয়ালে। বাড়িটি দেখতে প্রতিদিন দূর-দূরান্তের লোকজন ভিড় করছেন। রেললাইনের পাশে বাড়িটির সৌন্দর্য উপভোগ করা যায় ট্রেনে যেতে যেতেও। অভিনব বাড়িটি দেখে রকিবের সৃজনশীল চিন্তা ও রুচির প্রশংসা করছে সচেতন মহল। এ উদ্যোগ বইয়ের প্রতি সব শ্রেণির মানুষকে আগ্রহী করে তুলবে বলে বিশ্বাস তাদের।